সমাজের কথা ডেস্ক : বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এক ম্যাচ বাকি থাকতে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। আঙুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
আরও পড়তে পারেন : শ্রীলংকাকে হারিয়ে ৭—এ বাংলাদেশ
সর্বশেষ ৬ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। তিনি এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন।
খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন সাকিব।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, সাকিবের সুস্থ হতে সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ।