নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বৃহস্পতিবার যশোরে অনুষ্ঠিত হলো দৃষ্টিনন্দন ফ্লাশ মব ও রোড শো। বর্ষণমুখর দিনে এই ফ্লাশ মব ও রোড শো দর্শকদের মাঝে ভিন্ন এক আবহ সৃষ্টি করে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়া’ এই ফ্লাশ মব ও রোড শো’র আয়োজন করে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে জড়ো হন এক দল তরুণ তরুণী। ফ্লাশ মবে সবুজ আর লাল শাড়ি পরিহিত তরুণীরা নেচে ওঠেন ‘নবদিগন্তের স্বপ্ন সারথী মোরা স্বপ্নীল সম্ভাবনা, সময়ের ডাকে মোরা সামনে এগিয়ে চলি আকাশ সম সীমানা’—এই গানের তালে তালে।
গানের কয়েক লাইন গাইতেই বুঝতে বাকি থাকলো না বিশ^কাপ ক্রিকেট উপলক্ষে এ আয়োজন। তাই উচ্ছ্বাস আর আনন্দ তাই ছড়িয়ে যায় উপস্থিতিদের মধ্যেও। মূলত এটি ছিল একদল শিক্ষার্থীর পরিবেশনা।
‘এভারগ্রীন’ শিরোনামে এই মৌলিক এই গানটির সঙ্গীতাঙ্গন করেছেন যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। গত বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়। সেই গানে ক্রিকেট ফ্লাশ মব নামের নাচ প্রতিযোগিতার অংশ হিসেবে এই নজরকাড়া পরিবেশনায় অংশ নিয়েছিলেন শিক্ষার্থীরা। ফ্লাশ মব এ অংশগ্রহণ করেন ঢাকা বিশ^বিদ্যালয়সহ শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘গানটি মূলত আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। গানটি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি বাংলাদেশের ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে, হামিদুল হক শাহীনের ‘এভারগ্রীন’ ছাড়াও ‘মধুর আবেশ’ ও ‘নীল নয়না’ শিরোনামে দুটি মৌলিক গান সঙ্গীতাঙ্গনে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
হামিদুল হক শাহীন জানান, ‘গানটি মূলত শিক্ষার্থীদের অনুপ্রেরণা জানাতেই করা ছিলো। সেটি ওদের ইচ্ছাতেই ক্রিকেট বিশ্বকাপ’র সাথে মিল করানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বিশ^কাপ যেন আরো শুভ হয় তাই এই চেষ্টা আমাদের। গানের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন উল্লেখযোগ্য বিজয়মুহূর্তের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। গানে মাদক বিরোধী ও ছিনতাই প্রতিরোধে অনুপ্রেরণামূলক দৃশ্য ফুটিয়ে তুলেছে একঝাঁক আইডিয়ান। স্বেচ্চাসেবী সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এই ফ্লাশ মব ছাড়াও দিনভর যশোর শহরের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে রোড শো হয়।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ‘এটা যশোরের জন্যও গর্ব, কলেজের জন্যও গর্ব। আমি আপ্লুত আমার কলেজকে নিয়ে এই আয়োজনের জন্য। হামিদুলের গাওয়া গানটিও ভীষণ সুন্দর হয়েছে।