সমাজের কথা ডেস্ক : নেপাল ও ওমান ২০২৪ টি—টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে। দুদলই এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে। ওমানের খেলা ছিল বাহরাইনের বিপক্ষে।
বাহরাইন প্রথমে ব্যাট করতে নেমে ১০৬ রানের টার্গেট দেয় ওমানকে। কোনো উইকেট না হারিয়ে ১০ উইকেট হাতে রেখে জিতে যায় ওমান।
আরও পড়তে পারেন : টানা ৭ ম্যাচে জয় ভারতের
সংযুক্ত আরব আমিরাতের দেয়া ১৩৪ রানের লক্ষ্য ৮ উইকেটে হাতে রেখেই পার করে নেপাল। এর আগে মূলপর্ব নিশ্চিত করেছে কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা ও পাপুয়া নিউগিনি।
ওমান ও নেপাল মিলে এশিয়া থেকে মোট ৬ দল নিশ্চিত করেছে টি—টোয়েন্ট বিশ্বকাপের মূল টিকেট।
উল্লেখ্য, ২০২৪ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ২০ দল। বিশ্বকাপ স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট সরাসরি খেলবে।
গত বিশ্বকাপের শীর্ষ আট দল— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। এর আগে ১২ দল নিয়ে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের আয়োজন হয়।