নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে পরিচয়ের পর বিয়ের জন্য ডেকে এনে আটকে রেখে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার দু’সপ্তাহ পর মামলা হলে পুলিশ রোববার রাতে ওই তিনজনকে আটক করে।
আটক তিনজন হলো, যশোর শহরের ঢাকা রোডস্থ বারান্দীপাড়া খেজুর বাগান এলাকার ছবুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আমিনুল ইসলামের ছেলে সজিব মিয়া ওরফে সজীব হাসান (২৯), বারান্দীপাড়া কদমতলা এলাকার রবিউল ইসলাম রানার ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগর (২৬) এবং বারান্দীপাড়া ঢাকা রোড সাহেব বাবুর বাড়ির ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে মোর্তজা হোসেন শুভ (১৯)। ভুক্তভোগী বেলস্নাল হোসেন কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের কেসমত আলীর ছেলে।
এই মামলার অন্য আসামিরা হলো, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া প্রাইমারি স্কুলের পাশের খোকনের ছেলে শুভ (২২), বারান্দীপাড়া লিচুতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ মিয়া (২৯), সদর উপজেলার গোপালপুর গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের মেয়ে সোনিয়া খাতুন (২৩), একই এলাকার আকাশ হোসেন (২৪), খায়রম্নল ইসলাম (২৪), ঘুনি-পদ্মবিলা এলাকার আক্তারের ছেলে শুভ (২১)।
বাদী বেলল্লাল হোসেন মামলার এজাহারে উল্লেখ করেছেন, দুই বছর আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে আসামি সোনিয়া খাতুনের (২৩) সাথে বেলল্লাল হোসেনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময় সোনিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে বেল্লালকে ফুসলাতে থাকে। গত ২৭ ফেব্রুয়ারি সোনিয়া মোবাইলে ফোন করে জানায় তাকে বিয়ে করবে। কাবিন নামার জন্য এক লাখ টাকা সাথে করে নিয়ে আসতে বলে।
কিন্তু বেলল্লাল জানায় তার কাছে এক লাখ টাকা নেই। মাত্র ৫ হাজার টাকা আছে। তখন সোনিয়া ওই ৫ হাজার টাকা নিয়ে দেখা করতে বলে। তিনি শহরের বারান্দী কদমতলা ব্যাংকপট্টির মুখে ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে আসলে আসামিদের দেখতে পান। তারা তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের হাসান দর্জির বাগানের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে আটকে রাখে। সে সময় সোনিয়া তার পকেট থেকে ৫ হাজার টাকা কেড়ে নেয়। মোবাইল ফোনসেটটিও কেড়ে নেয়। বাঁধা দিলে তাকে মারপিট করা হয়। এই ঘটনা কাউকে কিছু জানালে প্রাণে শেষ করে দেয়া হবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়।
তিনি বাড়িতে ফিরে গিয়ে লোকজনকে জানিয়ে আসামিদের বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে কোতোয়ালি থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ রোববার রাতে নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে এবং ওই তিনজনকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, এই ঘটনায় মামলা হলে তিনজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।