নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমানের ল্যাগেজম্যান পদে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে আব্দুল আজিজ নামে একজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার সাহাবাজপুর গ্রামের বাসিন্দা ফসিয়ার রহমান এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানায় ওসিকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত আব্দুল আজিজ একই উপজেলার ভেকুটিয়া গ্রামের মৃত আছির শেখের ছেলে।
বাদী ফসিয়ার রহমান মামলার অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার পূর্ব পরিচিত। ভুক্তভোগী আইয়ুব হোসেন সাগর বাদী ফসিয়ার রহমানের ছেলে। আইয়ুব হোসেন সাগরকে বাংলাদেশ বিমানের ল্যাগেজম্যান পদে চাকরি পাইয়ে দিতে পারবেন বলে জানান আব্দুল আজিজ। ফলে তার কথায় বিশ্বাস করে এবং ৩শ’ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আব্দুল আজিজকে ৫ লাখ টাকা দেন ফসিয়ার রহমান। এরপর ২০১৯ সালের ৭ আগস্ট বাংলাদেশ বিমানের ল্যাগেজম্যান পদের একটি নিয়োগপত্র ফসিয়ার রহমানের ছেলে সাগরের হাতে তুলে দেন আব্দুল আজিজ। ওই নিয়োগপত্র নিয়ে সাগর যোগদান করতে গেলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সেটি জাল বলে তাকে জানায়। পরে আব্দুল আজিজের সাথে দেখা করে ফসিয়ার রহমান তার দেয়া টাকা ফেরত চাইলে অস্বীকার করেন তিনি। ফলে কোনো উপায় না পেয়ে ফসিয়ার রহমান টাকা আদায়ের জন্য আদালতের আশ্রয় নিয়েছেন।