সমাজের কথা ডেস্ক : জাতীয় জন্ম—মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনাসভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট—
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় জাতীয় জন্ম—মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর কবিতা দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল¬াহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ¬ব কান্তি বৈদ্য, ইউ আর সি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ইউপি সচিব আব্বাস উদ্দীন, সঞ্জীব সরকার, তৈয়েবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস ও রাশেদ বিশ্বাস।
শালিখা প্রতিনিধি জানান, র্যালি ও আলোচনাসভার মাধ্যমে শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) উম্মে তাহমিনা আক্তার মিতু, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা হয়।
এতে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা সভা সঞ্চানা করেন ত্রিমোহিনী ইউপি সচিব ইমরান শেখ। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অভয়নগর প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গ্রাম পুলিশ প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
নিজস্ব প্রতিবেদক(মণিরামপুর) জানান, মণিরামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকরি হোসেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউপি চেয়ারম্যান আইয়ুব গাজী, সাংবাদিক মোহাম্মদ বাবুল আখতার প্রমুখ।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি জানান, যশোরের বাঘারপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, আইসিটি অফিসার অজয় কুমার পাল, দোহাকুলা ইউনিয়ন চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বন্দবিলা ইউনিয়ন চেয়ারম্যান সব্দুল হোসেন খান, জামদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত. ধলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, বাঘারপাড়া পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম।
খুলনা প্রতিনিধি জানান, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
সহকারী প্রোগ্রামার রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিন, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্যানেল চেয়ারম্যান আওরঙ্গজেব স্বর্ণ, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।