সমাজের কথা ডেস্ক : বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র স্ব—পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন! এমন খবর নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার। অভিনেতার মুসলমান হওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছেন তার ছেলে মিথুন মিত্র।
মিথুন বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এমনটা হলে আমরাই সবাইকে জানাতাম। কেউ গুজবে কান দিবেন না।’
আরও পড়তে পারেন : লাভলুর সঙ্গে আকদ ছেড়ে এবার লিজা বিয়ে করলেন সবুজকে
তিনি আরও বলেন, ‘এর আগে কতবার যে বাবার মৃত্যুর গুজব ছড়িয়েছে! তা আমাদেরও জানা নেই। এ ধরনের গুজবে আমরা বেশ বিব্রত ও বিরক্ত। সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ গুজব ছড়াবেন না।’
কয়েক বছর ধরে ভালো নেই বর্ষীয়ান এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বাংলা সিনেমার মুকুটহীন এই নবাব আগের মতো আর হাঁটাচলাও করতে পারেন না। তার দিন কাটছে ঘরে হুইলচেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে।