জয়তী সোসাইটি, যশোর পরিচালিত মোহনা মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নূরপুরের মুন্সি বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন কাশিমপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত হোসেন টিপু।
<<আরও পড়তে পারেন>> যশোরে এসেছে বিসিজি ও পেনটা টিকা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা খানম ও সহকারী শিক্ষিকা খাদিজা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর এর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার—০১ রোকনুজ্জামান, সহ. প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম, এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, ফিরোজা খাতুন, নূরজাহান আক্তার, শাহিনা আক্তার সীমা, সিরিয়া সুলতানা রিনা, আনোয়ারা খাতুন আশা, কমিউনিটি সংগঠক জোবাইদা রহমান মিনতিসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরপুর, যশোর এর পারভীন সুলতানা।
উল্লেখ্য ক্যাম্পে রোগী দেখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর এর কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. বাপ্পি কবি শেখর ও থেরাপি সহকারী আমিনুল ইসলাম। ক্যাম্পে মোট ৫৫ জন রোগীর ফিজিওথেরাপি ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। — সংবাদ বিজ্ঞপ্তি