ক্রীড়া ডেস্ক : ভারতয়ি টেনিস তারকা সানিয়া মির্জার সময়টা বোধ হয় ভাল যাচ্ছে না। স্বামী পাকি¯ত্মানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে বলে জোর গুঞ্জন রয়েছে । এ নিয়ে ভারতীয় ও পাকি¯ত্মানি সংবাদমাধ্যমগুলোতে সংবাদও ছাপা হয়েছে। ঠিক এমন সময় অবসরের ঘোষণা দিলেন এই তারকা খেলোয়াড়। শোযাচ্ছে আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ডব্লিউটিএ ১০০০’ টুর্নামেন্ট খেলেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া।
যদিও ৩৬ বছর বয়সি এই তারকা এর আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন ঐ সময় হওয়া ইউএস ওপেন খেলেই বিদায় নেবেন টেনিস কোর্ট । এজন্য অবসরের দিনক্ষণ পিছিয়ে দেন তিনি। তার ইচ্ছা, কোর্ট থেকেই বিদায় নিতে চান তিনি। সানিয়া বলেন, ‘ বয়স তো কম হলোনা। ৩৬ বছর হয়েগেছে। শরীর আর সে ভাবে সায় দেয়না। মানসিক ভাবে হয়তো চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে আর কত দূর যাওয়া যায়?
সানিয়া এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন । ঐ প্রতিযোগিতায় তার সঙ্গে জুটি বাঁধবেন কাজাখ¯ত্মানের অ্যানা দানিলিনার। খেলা শুরম্ন হবে ১৬ জানুয়ারি থেকে ।#