১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিদায়ী বছরে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
বিদায়ী বছরে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
227 বার পঠিত

মোতাহার হোসেন, মনিরামপুর : বিদায়ী বছরের শেষ মাসে কাভার্ডভ্যান চাপায় পিতা-পুত্রসহ ৫ জনের ও গাছের সাথে সংঘর্ষে দুই ভাইয়ের প্রাণহানির ঘটনা ছিল মণিরামপুরে সড়ক দুর্ঘটনার মধ্যে আলোচিত। বছর জুড়ে ১শ’৬৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ও ৩শ’ আহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া চট্টগ্রামের সীতাকুন্ডের কিএম কন্টেইনারে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিস কর্মী মণিরামপুরের গাউসুল আজমের মৃত্যু সবার হৃদয়কে নাড়া দিয়েছে।


ফায়ার সার্ভিস স্টেশন ও নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, গত ২ ডিসেম্বর রাজারহাট-চুকনগর মহাসড়কের বেগারিতলায় কাভার্ডভ্যান দোকানে ঢুকে পড়ে। এতে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে হোটেলে সকালের না¯ত্মা করতে আসা পিতা হাবিবুর রহমান(৪৮) ও তার শিশুপুত্র তাওহীদ হাবিব তাওসী (৭)সহ টুনিয়াঘরা গ্রামের মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), মীর রফিজ উদ্দীনের ছেলে শামছুর রহমান (৫৮) এবং উপজেলার জয়পুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে জিয়াউর রহমান (৪০) প্রাণ হারান। গত ১৩ ডিসেম্বর রাতে ফুফু বাড়ি হতে বাড়ি ফেরর পথে গাছের সাথে সংঘর্ষে শিড়্গার্থী মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ আতাউলস্নাহ (২২) ও তার মামাতো ভাই মোহনপুর গ্রামের মো¯ত্মাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৭) নিহত হন। গত ৬ ডিসেম্বর মোটরসাইকেল আরোহী মাঝিয়ালী গ্রামের আব্দুল হালিমের ছেলে ফুল ব্যবসায়ী রোজউল ইসলাম (৩৮), গত ১৬ অক্টোবর পিক-আপ-এর ধাক্কায় রা¯ত্মায় ছিটকে পড়ে মোহনপুর গ্রামের আব্দুল বারির স্ত্রী রোকেয়া বেগম (৪০), ১২ অক্টোবর মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাকপ্রতিবন্ধী স্কুল ছাত্র তারেক হোসেন (১২), ৯ সেপ্টেম্বর ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক কোমলপুর গ্রামের গোবিন্দ মিস্ত্রী (৩৫), ১৯ আগস্ট ফুলতলা উপজেলার দামোদর গ্রামের তোফাজ্জেল হোসেন তালুকদারের ছেলে মুত্তাকিন হৃত্বিক (২২) এবং তার বোন এনামুল ইসলামের স্ত্রী বন্যা চৌধুরী (২৪), ২ আগস্ট ট্রাক চাপায় হরমুজ মলিস্নক (৩০), ২৪ জুলাই রাজগঞ্জে ট্রাক চাপায় চৌগাছার মাশিলা গ্রামের কামাল হোসেনের ছেলে তন্ময় ইসলাম অপু (২৭), ১৯ জুন ঢাকুরিয়া বাজারে আব্দুস সালামের স্ত্রী আবেদা খানম (৫৫), ২৪ জুন রাজগঞ্জ সড়কে দুর্ঘটনায় চৌগাছার আনোয়ারম্নল ইসলাম (৩৪), মধুপুর গ্রামের হায়দার দফাদারের ছেলে রাসেল কবির (৩২), ২৪ মে রাজগঞ্জের জামতলায় ট্রাক চাপায় ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে সৌমেন দাস (১৫), ১০ এপ্রিল ট্রাকের ধাক্কায় চালকিডাঙ্গা গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফুরজান বিবি (৮৩), ৩০ মার্চ ট্রলির ধাক্কায় হেলাঞ্চি গ্রামের মকলেছুর রহমান সরদারের স্ত্রী আয়েশা বেগম (৫৬), ১৩ মার্চ দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাছের সাথে সংঘর্ষে দুই বন্ধু চাকলা গ্রামের কাশেম গাজীর ছেলে ইমরান হোসেন (২০) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১), ২১ ফেব্রয়ারি রাজগঞ্জ সড়কে ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা খোসালনগর গ্রামের দাউদ আলী (৩০), ১৬ ফেব্রয়ারি আটমাইলে ট্রাকের ধাক্কায় নিহত হন বাগেরহাট জেলার ফকিরহাটের কচুয়া গ্রামের শাহাজাহার আলীর ছেলে গাছ কাটা শ্রমিক আব্দুল হান্নান (৩৮), ১৮ ফেব্রয়ারি নেহালপুর সড়কের সাতগাতি এলাকায় মোরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রলির সাথে সংঘর্ষে বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দীনের ছেলে রাসেল হোসেন (১৬) ও একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন (১৭) নিহত হন।


এছাড়া ৪ জুন চট্টগ্রামের সীতকুন্ডে বিএম কন্টেইনারে অগ্নিকা-ে উদ্ধার কাজে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মী উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলীর একমাত্র ছেলে গাউসুল আজম (২৪)। তিনি বিস্ফোরণে দগ্ধ হন। ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যান।


মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, তাদের রেকর্ড অনুয়ায়ী বিদায়ী বছরে উপজেলায় ১শ’ ৬৯টি দুর্ঘটনায় ঘটনাস্থলে ৯ জন নিহতসহ ২শ’৭৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন পুরম্নষ ও ১ জন নারী রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ২শ’৪২ জন পুরম্নষ ও ৩৬ জন নারী রয়েছেন। তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাদের খবর দেওয়া হয় না। যে কারণে নিহতের সংখ্যা আরও বেশি হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram