৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাগেরহাট
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’

বাগেরহাট প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ ে¯¬াগানে বাগেরহাটে অনুষ্ঠিত হলো বিএফএফ—সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪ । শনিবার দিনব্যাপী শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় বহুমুখী কলেজিয়েট স্কুল এবং রানার্সআপ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের মেহরীন আহসান।

জেলা সুহৃদ সমাবেশ সভাপতি সেখ সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান বিতর্ক উৎসবে মো. ফয়সাল হাওলাদারের সঞ্চালনায় বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবিদ মুখার্জি রবীন্দ্রনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সাবেক জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, খানজাহান আলী কলেজের প্রভাষক বুলবুল তালুকদার, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা দেলোয়ার হোসেন, কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. তানজির হোসেন, সদস্য তৈফুন নাহার, মাহনুর মীম, মো. সায়মন, ইমন শেখ, হোসেন শেখ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এন ডিএফ বিডি) এর বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সদস্য আবিদা সুলতানা, মাছরাঙা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, বাংলা নিউজ এর এস এস শোহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ। অংশ নেওয়া ৮টি বিদ্যালয়: বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, বহুমুখী কলেজিয়েট স্কুল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতন, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার ও সকল অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন অতিথিরা।

এছাড়া বিতর্ক উৎসবে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ দিতে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram