সমাজের কথা ডেস্ক : বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড—২০২৩ অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য প্রতিরোধ ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ, অপরাধী সনাক্তে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহযোগিতা, অনলাইন জুয়া ও পর্নসাইট বন্ধ এবং সাইবার সুরক্ষায় অনবদ্য ভূমিকা রাখায় বিটিআরসিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পাঁচ ক্যাটাগরির মধ্যে সরকারি ক্যাটাগরিতে পুরস্কার পায় বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিটিআরসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল নাসিম পারভেজ ও ডিজিটাল নিরাপত্তা সেলের কর্মকর্তারা।
বাংলাদেশ হাই—টেক পার্ক কর্তৃপক্ষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মত ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩’ চালু করেছে।
স্বল্পোন্নত দেশগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া এবং সাইবার নিরাপত্তা সচেতনতার উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
পুরস্কারের পাঁচটি ক্যাটাগরি হলো— শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা এবং শিক্ষা অ্যাওয়ার্ড, উদ্যোক্তাদের জন্য সাইবার নিরাপত্তা উদ্ভাবনী পুরস্কার, সরকারি কর্মকর্তা ও জনসেবা প্রদানকারী/পেশাজীবীদের জন্য সাইবার নিরাপত্তা নের্তৃত্ব পুরস্কার এবং স্মার্ট পিতা মাতার জন্য সাইবার নিরাপত্তা পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা বিশেষ স্বীকৃতি পুরস্কার।