পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জগৎ বিখ্যাত বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণসহ বিজ্ঞানীর নামে বিশ^বিদ্যালয় স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন পিসি রায় স্মৃতি সংসদ নেতৃবৃন্দ। শনিবার সকালে খুলনা—৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ দাবি জানান।
সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কওসার আলী গাজীর নেতৃত্বে সংসদের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় সংসদের পক্ষ থেকে পাইকগাছার রাড়–লীস্থ বিজ্ঞানীর বাসভবন সংরক্ষণ ও উন্নয়ন, নির্মাণাধীন কৃষি কলেজকে পিসি রায়ের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, বসতবাড়ীতে পর্যটন কেন্দ্র, রেস্ট হাউজ, সংগ্রহশালা ও মিউজিয়াম স্থাপন, পাঠ্যপুস্তকে পিসি রায়ের জীবনী অন্তর্ভুক্ত, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটকে জাতীয়করণ এবং বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রিজ পিসি রায়ের নামে নামকরণের দাবি জানান।