সমাজের কথা ডেস্ক : মিয়ানমার থেকে একজন রোহিঙ্গাকেও আর ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
<<আরও পড়তে পারেন>>মিয়ানমার বিজিপির ২২৯ সদস্য বাংলাদেশে
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল (বুধবার) সীমান্ত পরিদর্শনে যাব। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।’
ডিজি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।’