নিজস্ব প্রতিবেদক ও চুড়ামনকাটি প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, স্মার্ট যশোর সদর উপজেলা গড়তে হলে আগামী ৫ জুন নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীককে বিজয়ী করতে হবে। নির্বাচনে বিজয়ের পর তৌহিদ চাকলাদার ফন্টুর প্রধান কাজ হবে মানুষের সেবা করা। গত চার বছর সদর উপজেলার ঠিক মতো উন্নয়ন হয়নি। রা¯ত্মা-ঘাট, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়নে ঘাটতি রয়েছে। মোটরসাইকেল প্রতীকে তৌহিদ চাকলাদার ফন্টু নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহায়তায় এলাকার উন্নয়ন করতে পারবে।
বৃহস্পতিবার আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, পরিশ্রম ও আšত্মরিকতায় দেশে আজ জঙ্গিবাদ, নাশকতা ও অরাজকতা বন্ধ হয়েছে। দেশে আজ কোনো নৈরাজ্য নেই। যখনই এ দেশে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকে তখনই দেশে সন্ত্রাস-নৈরাজ্য মাথা চাড়া দিয়ে ওঠে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে এ দেশে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারে। আর তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তাই সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ৫ জুন মোটরসাইকেল মার্কা চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু, টিউবওয়েল মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও কলস মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আর বেগম মিলিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
সভায় প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, যশোর জেলা আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে মোটরসাইকেলকে বিজয়ী করতে হবে। জেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের দেওয়া প্যানেলকে আগামী ৫ জুন নির্বাচনে বিজয়ী করতে হবে। আমাদের প্যানেল নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে আলাপ-আলোচনা করে প্রধানমন্ত্রীর সহায়তায় এলাকার সুষ্ঠু উন্নয়ন সম্ভব হবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই এলাকার উন্নয়ন তথা জনকল্যাণে কাজ করবে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু, টিউবওয়েল মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও কলস মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আর বেগম মিলি।’
চুড়মনকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খায়ের মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য সামির ইসলাম পিয়াস, সাবেক সদস্য রেজাউল ইসলাম, যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন, টিউবওয়েল প্রতীকের ভাইসচেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল, কলস প্রতীকের মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আরা বেগম মিলি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম শরিফ বিন্তু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির ফয়সাল, চুড়ামনকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোজ্জামেল হক।
এদিকে, লেবুতলা ইউনিয়নের তেতুলতলা বাজার, আন্দলপোতায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য সামির ইসলাম পিয়াস, সাবেক সদস্য রেজাউল ইসলাম, যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন, টিউবওয়েল প্রতীকের ভাইসচেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল, কলস প্রতীকের মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯্না আরা বেগম মিলি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইব্রাহিম শরিফ বিন্তু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির ফয়সাল, লেবুতলা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু দাউদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কৃষক লীগের সাধারণ সম্পাদক বুলবুল, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ৭নং ওয়ার্ডের সভাপতি রম্নহুল আমিন মোলস্না, নেতা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, লেবুতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শওকত আলী, নজরম্নল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক টিটো মিয়া, সদস্য রতন মিয়া, নেতা উত্তম ঘোষ, ছাত্রনেতা অপু হোসেন, হৃদয় হোসেন প্রমুখ।