সমাজের কথা ডেস্ক : ‘বিগ বস ১৭’র বাড়িতে এই মুহূর্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেখানে বেশ আলোচনায় রয়েছেন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী অভিনেত্রী আয়েশা খান। তবে এরই মধ্যে দুঃখের খবর হচ্ছে ভারতে বিগ বসের বাড়িতে শো’র মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
সাধারণত ‘বিগ বস’র বাড়ির নিয়ম হলো এ বাড়িতে এক বার ঢুকলে বের হওয়া যায় না। যত সময় না দর্শকের বিচারে কেউ বাতিল হচ্ছেন খেলা থেকে। কিন্তু আয়েশা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, কিছু সময়ের জন্য অনুমতি নিয়ে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আচমকাই অজ্ঞান হয়ে পড়েছিলেন এই তারকা। তবে এখন তিনি সুস্থ আছেন।
নানা ধরনের শারীরিক পরীক্ষাও করা হয়েছে তার। প্রাথমিক চিকিৎসার পর আবারও তাকে নিয়ে আসা হয় ‘বিগ বস’ বাড়িতে। তবে আয়েশা ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অঙ্কিতা লোখন্ডে এবং তার স্বামী ভিকি জৈন।
‘বিগ বস ১৭’র ঘরে একের পর এক অশান্তি অঙ্কিতা এবং ভিকির মধ্যে। ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি কটূক্তিও করা চলে ধুমিয়ে। মোট কথা কোনও কিছুই বাদ রাখেননি তারা। এমনকি, ‘বিগ বস’র ঘরের সব প্রতিযোগীর সামনে ভিকির কাছে অপমানিত হওয়ার পর তাকে বিচ্ছেদের হুঁশিয়ারিও দিয়েছেন অঙ্কিতা। তাতেও বাগে আসেননি ভিকি।
সম্প্রতি এক পর্বে দেখা যায়, অঙ্কিতার উপর হাত তুলতে চেয়েছিলেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।