১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিকাশে লেনদেনের সুবিধা পাবেন বিকেবি গ্রাহকরাও

সমাজের কথা ডেস্ক : এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) গ্রাহকরাও যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে ‘অ্যাড মানি’ সেবা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন।

গ্রাহকরা কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই এই সুবিধা উপভোগ করতে পারবেন। বিকাশ এ নিয়ে দেশের ৪৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে নিমেষেই টাকা এনে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক—বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে ।

<< আরও পড়তে পারেন >> কিউআর কোড দিয়ে প্রতারণা

দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিয়ে দেশের মানুষ, বিশেষ করে কৃষি খাতের সাথে যুক্ত জনগোষ্ঠীকে আর্থিক সেবা দিতে কাজ করে যাচ্ছে। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে কোনো চার্জ ছাড়াই কৃষি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ—এ টাকা আনতে পারা ও খরচ করার সুবিধা গ্রাহকদের মূল্যবান কর্মঘণ্টা বাঁচাবে।

বিকাশে টাকা আনতে প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েব পোর্টাল () ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

আবার বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন হতে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগোতে ট্যাপ করে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর টাকার পরিমাণ উল্ল্যেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram