সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি ঢাকা দখল করবে আর আওয়ামী লীগ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে?। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কেন সোহরাওয়ার্দী মাঠকে বাদ দিয়ে পল্টনে জনসভা করতে চায় তার কারণ আমরা সবাই জানি। তিনি প্রশ্ন রেখে বলেন, বেগম জিয়াও তো গত নির্বাচনের আগে এখানে মিটিং করেছেন। কিন্তু মির্জা ফখরুল আপনি কেন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান না? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে! স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা আপনার মধ্যে নেই, তা আবারও প্রমাণিত হলো। এ কারণেই আপনি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাচ্ছেন না ।’
সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।