সমাজের কথা ডেস্ক : আগামী ২৭ দিন বিএনপিকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপির এক দফা, ২৭ দফা— সবই ভুয়া। ওদের ৫২ দল ভুয়া, তাদের গণতন্ত্র ভুয়া, তারা যে অক্টোবরে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা—ও ভুয়া। তাদের ঘরেই এখন ধস নেমেছে। ঘরের ভেতর ঘর তৈরি হয়েছে, ঘরে আগুন জ্বলছে, সে আগুনেই তারা পুড়ে শেষ হয়ে যাবে।
তাই আমাদের এখন খেলা হবে বিএনপির অপশাসনের বিরুদ্ধে। আমাদের ক্যাপ্টেন এখন ওয়াশিংটন আছেন, তিনি দেশে আসলেই আসল খেলা শুরু হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কেননা বিএনপি ক্ষমতায় আসলে সবই ধ্বংস করে ফেলবে।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্ল্যা খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব—উল—আল হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুক্তবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া প্রমুখ।