নিজস্ব প্রতিবেদক : নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক।
অভিযুক্ত আসামিরা হলো, যশোরের একরামুল কবির সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মিঠুন, রিয়াজ উদ্দিন, আব্দুল গফুর, আতিয়ার রহমান, একরাম আলী, রাজু, আনোয়ার হোসেন লালটু, তরিকুল, ইকবাল, মধু, মশিয়ার রহমান, তোতা, কবির, ওমর আলী বিশ্বাস, মাইদুর, চান মিয়া, আজাদ কুজো, রফিক, সিরাজ খা, সেলিম হোসেন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, তুহিন হোসেন, সেলিম হোসেন, শহর আলী, ইকবাল হোসেন, সফিয়ার রহমান, কাশেম, হারুন অর রশীদ, আমিনুর, বাপ্পী হোসেন, কামাল হোসেন, মুকুল হোসেন, রেজাউল, সুমন, মফিক, নাসিম রেজা পলাশ, জাহাঙ্গীর আলম সাইফুল রব কান্দাস, নুর মোহাম্মদ, আব্দুর রহিম, ফারুক হোসেন, হাবিবুর রহমান, নাজমুল হুদা, ইব্রাহিম, সাকিব রায়হান, জাহিদুল ইসলাম, গোলাম হাসান সানি, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, আজিবর রহমান, রাসেল হোসেন, আশিক, মনিরুল ইসলাম, ইমামুল হাসান নান্নু, হাসান, এসএম মোস্তাফিজুর রহমান কবির।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩ জানুয়ারি কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদরের মুন্সি বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ৮ জনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের তল্লাশি করে ৫টি ককটেল, লোহার পাইপ—রড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে আটক ৮ জনসহ ৩৯ জনের নামউল্লেখ ও অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন এসআই সেকেন্দার আবু জাফর। এ মামলার তদন্তকালে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক ও তাদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৬৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ইকবাল, সেলিম হোসেন, মুকুল মোল্যা, সুমন ও শফিকে পলাতক দেখানো হয়েছে।