নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই সংবাদ দেশবাসির জানা। কিন্তু মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোড মার্চে কারাবন্দি অবস্থায় অংশ নেন ‘বেগম খালেদা জিয়া’। যা অবিশ্বাস্য মনে হবে সবারই।
বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া' সেজে নজর কাড়ে হুমায়ারা জান্নাত প্রার্থনা নামে এক কিশোরী। হুমায়ারা জান্নাত প্রার্থনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুর রহমান হামিদের কন্যা।
বেগম খালেদা জিয়া স্ব—শরীরে না থাকলেও প্রতীকীভাবেই তাকে উপস্থাপন করা। সেজে আসা খালেদা জিয়াকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকমীর্রা।
দেখা যায়, বহরের একটি পিকআপ ভ্যানে ভ্রম্যমাণ কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে প্রতীকী খালেদা জিয়াকে।