১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই
রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা
574 বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ ২০ নেতা-কর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। নিতাই রায় চৌধুরীরনেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, বোমাবাজি, দোকানপাট ভাংচুর, পেট্রোল পাম্প ভাংচুর, বৈদ্যুতিক ব্যবস্থাসহ সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে তুলে পুলিশ এই মামলা করে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পালনের সময় মাগুরার মহম্মদপুরের বাবুখালি ইউনিয়নের হাটবাড়ীয়া বাজার এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশের মামলায় উল্লেখ করা হয়।
এ মামলায় মাগুরা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলামসহ চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার গভীর রাতে মহম্মদপুর থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় পুলিশ মারধর করেছে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ ২০ জনের নাম উলে¬খ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram