সমাজের কথা ডেস্ক : জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি নিয়ে সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পহেলা জানুয়ারি বিকেলে হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনমিয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নালিশ পার্টি, তারা বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে মিথ্যা বানোয়াট অভিযোগ বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। তবে তাতে লাভ হবে না। এসব চিঠিতে দুই—একজন প্রভাবিত হতে পারে, কিন্তু কোনো দেশ প্রভাবিত হবে না। এসব নিয়ে বাংলাদেশ সরকার বিচলিত নয়।’
অসুস্থতার কারণে বিকেল পর্যন্ত ভোটের কোনো প্রচারণায় যোগ দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে সিলেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন তিনি। এ সময় ব্যবসায়ী নেতারা আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এর পাশাপাশি নির্বাচনে জয়ী হলে সিলেটের ব্যবসা—বাণিজ্যের উন্নয়নে ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের এসব প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বিজয়ী হলে তা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।