সমাজের কথা ডেস্ক : ভারতের আসামে পিকনিক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। ট্রাকের সঙ্গে সংঘর্ষেঅন্তত ১৪ জন নিহত হয়েছেন।, আহত হয়েছেন আরও অনেকে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি পিকনিকের উদ্দেশে গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। আজ বুধবার ভোর পাঁচটার দিকে উল্টো দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান। বাকি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকের মৃত্যু হয়েছে। আহতদের দেরগাঁও সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তরিত করা হয়েছে।