নিজস্ব প্রতিবেদক : যশোর দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় পেয়েছে কাজল স্মৃতি সংঘ। সোমবার বিকেলে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে তারা ৫৩—১২ পয়েন্টে গোলাম মোস্তফা সিদ্দিকী স্মৃতি সংঘকে পরাজিত করে।
ম্যাচের প্রথম থেকে একক নিয়ন্ত্রণে খেলেছে কাজল স্মৃতি সংঘের খেলোয়াড়রা। তারা প্রথম কোয়ার্টারে ১৪—৫, দ্বিতীয় কোয়ার্টারে ১৩—৫, তৃতীয় কোয়ার্টারে ৮—২ এবং চতুর্থ কোয়ার্টারে ১৮—০ পয়েন্টে গোলাম মোস্তফা সিদ্দিকী স্মৃতি সংঘকে পরাজিত করে।
কাজল স্মৃতি সংঘের রাতুল ১৭, মিলন ১৬, নিশান ৮, জাহিন ৬, বোরহান ৪ ও আকিব ২ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে গোলাম মোস্তফা সিদ্দিকী স্মৃতি সংঘকে মনিরুল ৮ ও সামিউজ্জামান ৪ পয়েন্ট অর্জন করেন।
এর আগে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির লিগের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সহ—সভাপতি জাহিদ হাসান টুকুন সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মোকসেদ সফী, মির্জা আখিরুজ্জামান সান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য শামস্—উল—বারী শিমুল, সোহেল আল মামুন নিশাদ, খায়রুজ্জামান বাবু প্রমুখ। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল।