নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভার পূর্ব বারান্দি সরদার পাড়ায় ৩০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় কম্বল ও জ্যাকেট বিতরণ করে যশোর পৌর আওয়ামী লীগ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সহ-সভাপতি আলাউদ্দিন আলা, ফয়জুল কবীর কচি, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সেলিম কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাজমুল সিদ্দিকি পলাশ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ হাজী হাসান, সদস্য আলী হোসেন, রবি মোল্লা, পিকলু, ১নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।