নিজস্ব প্রতিবেদক : যশোর ঈদগাহ বাদশাহ্ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় ৩৩ ইভেন্টে ৩৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর—৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুযাহারুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।