নিজস্ব প্রতিবেদক : বাড়ি ফেরা হলো না ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামরুন নাহার পুতুলের (৩২)। মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তিনি। কামরুন নাহার যশোর শহরের কারাবালা এলাকার আব্দুর রাজ্জাক খোকার স্ত্রী।
আরও পড়তে পারেন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
হাসপাতাল ও স্বজন সূত্র জানিয়েছে, অফিস শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন কামরুন নাহার পুতুল। যশোরের ধোপাখোলা নিমতলা মোড়ে পেঁৗছালে পিছন থেকে অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
আরও পড়তে পারেন : সড়ক দুর্ঘটনায় ৪৪ জন হতাহত
এতে তিনি রাস্তার উপরে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতাল মর্গে ছিল।