বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ারÑনারিকেলবাড়িয়া সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে ছোট—বড় দুর্ঘটনা ঘটে চলেছে। আহতের ঘটনাও ঘটছে। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন পরিবহন চালকেরা।
সরেজমিন দেখা গেছে, এই সড়ক দিয়ে বাঘারপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি—পেশার লোকজনের যাতায়াত রয়েছে। এছাড়াও সাপ্তাহিক হাটবারে (সোমবার ও শুক্রবার) প্রত্যন্ত এলাকার কৃষিপণ্য আনা নেওয়ার কাজেও কৃষকেরা এ রাস্তা ব্যবহার করেন।
কিন্তু সড়কের মাঝখানে প্রায় দুই হাত গর্ত হওয়ায় ছোট বড় যানবাহন উল্টে যাচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। ফলে শিক্ষক—শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বৃষ্টি হলে গর্তের গভীরতা বুঝতে পারেন না চালকরা। তখনই ঘটে দুর্ঘটনা।
গতকাল বাঘারপাড়া ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের এইচএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য ইজিবাইকে করে নারিকেলবাড়িয়া কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি উল্টে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন চালক ইকবাল, জাহিদ মোহাসিনসহ কয়েকজন জানান, বাঘারপাড়ারÑনারিকেলবাড়িয়া সড়কের ওয়ালটন শো—রুমের সামনে গর্তের কারণে গাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে পানি বেধে থাকায় অনেক গাড়ি উল্টে পড়ে। প্রায়ই গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হবো।
বাঘারপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সুফিয়ান জানান, এই ৫০০মিটার সড়কের টেন্ডার হয়ে গেছে। আগামী মাসের মধ্যে কাজ শুরু করা হবে।
এছাড়া আমাদের উধ্বতন কতৃর্পক্ষকে ছবি তুলে জানিয়েছি। পথচারীদের সাময়িক ভোগান্তি দূর করতে ইটের ছোট খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হবে।