বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। একইসাথে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ জাকির হাসান। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানার ওসি তদন্ত মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেন, রবিউল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম তিব্বত, বাবলু কুমার সাহা ও আমিনুর রহমান সরদার। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৫জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।