যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ—উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের উপপরিচালক আসলাম হোসেন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, প্যানেল চেয়ারম্যান রুমা খাতুন, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদককে না বলতে হবে, মাদক কখনোই সুখ বয়ে আনে না। বাল্য বিবাহ করে বন্দবিলার বয়স্ক নারীরা জীবনে যে সমস্যায় পড়েছেন, নিজেদের সন্তানের ক্ষেত্রে যাতে সেই পরিস্থিতির উদ্ভব না হয় সেদিকে সচেষ্ট থাকতে বলেছেন। সংবাদ বিজ্ঞপ্তি