বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় ‘কৃষক অ্যাপ’র মাধ্যমে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ করবে উপজেলা খাদ্য অফিস। গত ৭ মে রবিবার থেকে শুরু হয়েছে এ ধান চাল সংগ্রহ অভিযান। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১৩’শ ৯০ মেট্রিকটন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১৩’শ ২২ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা পরিস্কার পরিচ্ছন্ন ও সর্বোচ্চ শতকরা ১৪ ভাগ পর্যন্ত আদ্রতা সম্পন্ন ধান সংগ্রহ করা যাবে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে উপজেলা কৃষি অফিসের ‘কৃষক অ্যাপ’ তালিকা থেকে কৃষক নির্বাচিত করা হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া চাল কল মিলারের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম জানান, এ বছর বাঘারপাড়ায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা ছিলো। কিন্তু গতকাল (৮ মে) জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে চিঠির মাধ্যমে জানান ‘কৃষক অ্যাপে’র মাধ্যমে ধান কিনতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ ও (ধান সংগ্রহের) কৃষক নির্বাচনের পদ্ধতি জানা যাবে।