বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ, এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) সকালে যদুনাথ স্কুল এন্ড কলেজের হলরুমে অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস এম হিশামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যদুনাথ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল, শিক্ষক সাহানা আক্তার, সঞ্জয় কুমার মিস্ত্রী, জেনারোল বাসার, রতœা রায়, প্রাক্তন ছাত্র তুষার কান্তি দাস প্রমুখ। এ সময় অভিভাবকবৃন্দ, ২০২২ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ শেষে যদুনাথ স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসির ১০ জন ও এইচএসসি এর ৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।