বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে শেখ মিলন (৪০) ও মোস্তফাসহ (৫৫) আটজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিলন ও মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
নিহত শেখ মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও মোস্তফার বাড়ি পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে। আহত ছয় শ্রমিককের মধ্যে পাঁচজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান এ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।