১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাগেরহাটে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষীতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করা হয়েছে।

চা দোকানি ক্ষীতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনে সঙ্গে একই গ্রামের সকিনুরের জমি নিয়ে বিরোধ ছিল। বেলা ১১টায় এই বিষয়ে সালিশি বৈঠক বসে। এতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়। সব লোকজন চলে যায়। পরে দুপুরের দিকে ক্ষীতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, এ দিন সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কেন হত্যা করেছে- এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

নিহত আব্দুল গফফারে শখ খলিশাখালী গ্রামের আফসার গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারীতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram