বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদারকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের দেওয়া তথ্যে অনুযায়ী তাঁর মাছের ঘেরের বাসা থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপনের বলে পুলিশকে জানিয়েছেন আটক হানিফ হাওলাদার। বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকারডাঙ্গা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু-একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।