ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই বেজে উঠেছে ভারত সফরের দামামা। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী গতকাল বলেছিলেন, ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের কোনো আশা নেই। অবশ্য দলটির টপ অর্ডার ব্যাটার শুভমান গিল বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন। তিনি একটি দারুণ সিরিজের অপেক্ষা করছেন।
জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শুবমান বলেছেন, ‘আমার মনে হয় না, এখন কোনো দেশকে খাটো করে দেখা উচিত হবে। গত দুই মাসে, বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, সেটা অসাধারণ। তাদের পেসার এবং মিডল অর্ডার ব্যাটারেরা যেভাবে চাপের মাঝে খেলেছে, সেটা কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তাই আমার মতে, বাংলাদেশ সিরিজ খুব আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।’
ভারতের হয়ে এখন টেস্টে ওপেন করছেন যশস্বী জয়সওয়াল। তাই শুভমানকে তিন নম্বরে খেলতে হচ্ছে। নতুন পজিশন নিয়ে এই তরুণ বলেন, ‘বিভিন্ন পজিশনে খেলতে পারলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া যায়। প্রথমদিকে তিন নম্বরে নেমে কয়েকটা ম্যাচে আমি ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো হচ্ছিল না। ২০-৩০ রানে আটকে যাচ্ছিলাম। বড় রান করতে পারছিলাম না। এবার খেলতে নামলে ফিফটিগুলোকে সেঞ্চুরিতে পরিণত করার চেষ্টা করব।’