সমাজের কথা ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে।
চার বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন নওয়াজ শরীফ। দেশে ফিরে বিশাল এক জনসভায় ভাষণ দিয়েছেন তিনি। যেখানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। শনিবার লাহোরে এক ভাষণে তিনি এসব কথা বলেন।
<< আরও পড়তে পারেন >> পারমাণবিক যুগে বাংলাদেশ
গত চার বছর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন পিএমএল—এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ।
গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে পাকিস্তানের হাইকোর্ট। এতে করে দেশে ফেরার পথ সুগম হয় তার।
নওয়াজ শরীফের ভাষণের অংশটুকু এক্স—এ পোস্ট করেছেন ভারতের উইওন নিউজের কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধি সিদ্ধান্ত সাবাল। সেখানে নওয়াজ শরীফকে বাংলাদেশের প্রশংসা করতে শোনা যায়।
তিনি বলেন, আমরা বলতাম, পূর্ব পাকিস্তানে কারা থাকে? তারা পাট উৎপাদন করতো। আমরা বোঝা মনে করতাম। আমরা তাদের আলাদা করে ফেললাম। আর আজ তারাই আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। আর আমরা পেছনে থেকে গেছি।