সমাজের কথা ডেস্ক : বাংলাদেশে দ্রুত স্বাভাবিকতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লিতে বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে উপলক্ষে দিল্লির ১৭ শতকের মোঘল আমলের লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। এ সময় বাংলাদেশকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের অর্থনীতি বিকাশে সমর্থন অব্যাহত রাখবে ভারত।
সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় মোদি বলেন, ‘আমরা আশা করছি, সেখানকার পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে।’
এর আগে ৮ আগস্ট মোদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন মোদি।
ভাষণে মোদি বলেছেন, দুই দেশের জনগণের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।