সমাজের কথা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় নিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য এবার গেল বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বধ। যদিও এই মিশনটা খুব একটা সহজ হবে না। তবে, সাকিবদের আত্মবিশ্বাস রয়েছে এখন যেকোনো দলকে হারানোর। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে একাদশে কিছুটা পরিবর্তন নিয়েও নামতে পারে বাংলাদেশ।
আফগানিস্তানকে অল্প রানে আটকে রাখলেও ষষ্ঠ বোলারের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। গুঞ্জন রয়েছে, একজন অতিরিক্ত বোলার ঢুকতে পারেন দলে। ইংল্যান্ডের বিপক্ষে একজন অতিরিক্ত স্পিনার বা পেস বোলার দলে ঢুকবেন কি না এমন প্রশ্নের জবাবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, তারা উইকেট ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন। যদি আরেকজন বোলার দরকার পড়ে অবশ্যই নির্বাচক, কোচ ও অধিনায়ক সেই সিদ্ধান্ত নেবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট দেখতে হবে।
<< আরও পড়ুন >> আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ
একজন অতিরিক্ত স্পিনার দলে নিলে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেখা যেতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।