সমাজের কথা ডেস্ক : বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মাঝেই ভারতের বিপক্ষে খেলছে তিন ম্যাচের ওয়ানডে। সিরিজ। প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর সে জয়ে ভাসছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও বাংলাদেশের ফুটবল প্রেমীদের উন্মাদনায় কাতার বিশ্বকাপ আলোচনায় ঠিকই উঠে এসেছে বাংলাদেশের নাম। ব্রাজিল-আর্জেন্টিনা জয়ের পর বাংলাদেশের লাখ লাখ মানুষ যে আনন্দ উল্লাস ক্রেছে তার ছবি শেয়ার করেছে ফিফা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) ও দলটির কোচও বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন ।
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও দুই দেশের সমর্থকদের বন্ধুত্বের নিদর্শণ হিসেবে এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট খেলার খবর। বিশেষ করে রোববার ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের খবর তারা ছেপেছে বেশ গুরুত্বের সাথেই ।
গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটে স্মরনীয় জয়ের পর আর্জেন্টিনা অনলাইন সংবাদমাধ্যম এল দেসতাপে বাংলাদেশকে জানিয়েছে অভিনন্দন ।
তারা মিরাজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখে, ‘চলো বাংলাদেশ! ভারতের বিপক্ষে এক উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের নায়ক ছিলেন মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমান। আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং অসাধারণ জয় উদযাপন করছি।’
একই সঙ্গে দেশটির শীর্ষ কয়েকটি টিভি চ্যানেলে বাংলাদেশের ক্রিকেট ম্যাচে জয়ের খবর প্রচারিত হয়েছে । ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের মুহূর্ত দেখানো হয় তাদের বুলেটিনেও।