ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। অনুশীলনের সুবিধার জন্য একটু আগে ভাগেই পাকিস্তানে সফরে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমদ।
মুশতাকের অধীনে বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট উন্নতি করছেন। রিশাদ হোসেনের উন্নতি সবার চোখে পড়েছে। আগে থেকেই দলে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন মুশতাক, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে। তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনও পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।’
পাকিস্তানের বিপক্ষে টেস্টে কেমন কম্বিনেশন হবে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আগে উইকেট দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো। তার আগে আসলে এসব নিয়ে বলা যায় না। আমাদের দলের কম্বিনেশন সবদিক থেকেই ভালো। ছেলেরা মাঠে নামতে তৈরি হচ্ছে।’
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।