ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন মৎসজীবী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মো. মোসলেম আলী, সদস্য সচিব নূর ইসলাম (চান্দু)। যুগ্ম আহবায়ক মো. শওকত আলী, কার্ত্তিক ও মো. মোশারেফ হোসেন।
বৃহস্পতিবার বিকালে বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. ফারুক হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নিছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মুজিবুর রহমান (বাংলা), সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সেলিম হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাবিরুজ্জামান মিঠু, হাজিরবাগ ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. রেজাউল করিম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।