সমাজের কথা ডেস্ক : ঢাকার মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ছাদ থেকে ফেলে আবদুর রশিদ নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির দাবি, আজ দুপুরে যুবদলের ওই নেতা হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে ভবন থেকে ফেলে হত্যা করে।
নিহতের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, বাসে আগুনের সময় পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় তাদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে সড়কের পাশে থাকা ৬ তলা ভবনে উঠে যান।
পুলিশের হাত থেকে রক্ষা পেতে ৬ তলার ওপর থেকে পাশের এক ছোট বিল্ডিংয়ের ছাদে লাফ দেন তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।