সমাজের কথা ডেস্ক : চরিত্রটি তার সঙ্গে ছিল একেবারেই মানানসই। কিন্তু শেষ পর্যন্ত সে চরিত্রে তাকেই নেওয়া হলো না। যিনি নিলেন না তিনি আবার অভিনেত্রীর বন্ধু। ব্যাপারটি নিয়ে অভিনেত্রী তার বন্ধুটিকে জিজ্ঞেসও করলেন। বন্ধুটি বললেন, আরে ভ ভুলেই গেছি। বলিউডে কাজ পাওয়া নিয়ে সম্প্রতি অতীতের একটি ঘটনার এমনটাই বর্ণনা করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা।
এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে। তার মতে এখানে বেশি ভদ্র হলে বা ভদ্রতা দেখালে তার কাজ মিলবে না।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেন, ‘আমার এক ভালো বন্ধু একটি নতুন ছবি বানাচ্ছিল। তো আমি তখন জানতে পারি ওর ছবিতে এমন একটি চরিত্র আছে যা আমার বয়সের এবং আমার জন্য একদম উপযুক্ত। কিন্তু ও আমার বদলে অন্য কাউকে ওই চরিত্রের জন্য নিয়েছিল। আমি জানতে পেরে ওকে ফোন করে আমার না নেয়ার বিষয়ে জানতে চাইলে বলেছিল, এ বাবা আমি তোমার কথা একদম ভুলে গিয়েছিলাম।’
এজন্য তিনি বলেন, ‘এত বছর বলিউডে কাজ করে বুঝেছি কাজ পেতে হলে নির্লজ্জ হতে হবে।