সমাজের কথা ডেস্ক : সৈকত নাসির সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে নির্মাণ করেন ‘বর্ডার’ নামে চলচ্চিত্র । সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়। কিন্তু বোর্ড সদস্যরা সে সময় সিনেমাটির নাম ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান । এরপর ‘বর্ডার’ নাম পরিবর্তন করে সিনেমাটির নাম রাখা হয় ‘সুলতানপুর’। সংশোধন করা হয় কিছু দৃশ্যও। এরপর জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘বর্ডার’-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। জমা দেয়া হলে এই নামেই সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে এবার সিনেমার জন্য প্রশংসাও করেছেন।
এখন আসছে জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা চলছে।
‘সুলতানপুর’ সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। তার সাথে আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।