নিজস্ব প্রতিবেদক : বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব- এই ঘোষণা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো যশোর এসএসসি-৮৭ ব্যাচের জেলা বন্ধু পরিচিতি সম্মেলন। শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই বন্ধু মিলন মেলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের। তিনি দিনব্যাপি সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে জেলা প্রস্তুতি কমিটির আহবায়ক আকমাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নূর ইসলাম দুলস্না, ডা. শহিদুল হক রাহাত, মোস্তাক হোসেন পলাশ, শহিদুল ইসলাম শহীদ, শফিকুল কবির অপু, নাসিরুজ্জামান মলিস্নক, সাইফুল ইসলাম।
পরে সর্বসম্মতিক্রমে এসএসসি-৮৭ ব্যাচের ডাক্তার শহিদুল হক রাহাতকে সাভাপতি এবং আকমাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় জানানো হয় পূর্ণাঙ্গ কমিটি ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে। দীর্ঘদিন পরে বন্ধুদের পেয়ে অনেকেই আবেগ-আপস্নুত হন।