সমাজের কথা ডেস্ক : বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছিলেন জন্মদিনের। বাড়ি ফিরে পরিবারকে নিয়ে সেই উপহারের বাক্স খুলতেই ঘটলো বিপত্তি। বিস্ফোরণে প্রাণ গেল নিজের, গুরুতর আহত হলেন তার ছেলেও। ইউক্রেনে ঘটেছে এই ঘটনা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি ইউক্রেনের সামরিক বাহিনী প্রধান ভ্যালেরি জালুজনির ঘনিষ্ঠ সহযোগী। তার জন্মদিনে একজন সহকর্মী চমকে দেওয়ার জন্য গ্রেনেড উপহার দেন। সেই গ্রেনেডই বিস্ফোরণ হয়।
আরও পড়তে পানে : জিয়া হত্যার নেপথ্যে স্কুল কমিটির নির্বাচন!
সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেনাদিকে তার এক সহকর্মী একটি হুইস্কির বোতল ও চমকে দেওয়ার জন্য গ্রেনেড দিয়েছিলেন। বাড়ি গিয়ে নিজের ১৩ বছর বয়সী ছেলেকে নিয়ে উপহারের বাক্স খুলতে বসেন তিনি। তখনই তার ছেলের আঙুলে উঠে আসে গ্রেনেডের রিং।
আরও পড়তে পারেন : উদয় শংকর হত্যার নেপথ্যে সম্ভাব্য ‘তিন কারণ’ চিহ্নিত
ছেলেকে বাঁচাতে দ্রুত গ্রেনেড হাতে নেন হেনাদি। তখনই বিস্ফোরণ ঘটে ও ঘটনাস্থলে মারা যান তিনি। তার ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।