সমাজের কথা ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও ভারতকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ । উলটো তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে । ৪১০ রানের বড় লক্ষ্যের বিপরীতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৪ ওভারে অলআউট হয়েছে ১৮২ রানে করে।
চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে জয়ের লক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। ৪ ওভারে ৩৩ রান যোগ করেন তারা । তবে পঞ্চম ওভারে আক্রমণে এসেই ওপেনিং জুটি ভেঙে দেন অক্ষর প্যাটেল। এনামুল ক্যাচ দিয়ে ফেরেব ৮ রানে ।
সবচেয়ে বেশি আক্রমণাত্মক লিটনের ইনিংসটাও বেশি দূর এগোয়নি। দলীয় ৪৭ রানে সিরাজের বলে লিটন ক্যাচ তুলে ফিরেন ২৯ রান করে । মুশফিকের ওপর বাড়তি প্রত্যাশা থাকলেও ব্যর্থ এই ব্যাটার টানা তৃতীয় ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। চাপ কমানোর বদলে উল্টো দল তিনি বিপদে ফেলে দেন। অক্ষরের বলে ৭ রানে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।
এরপর চাপে পড়ে যাওয়া দলটাকে সাকিব আল হাসান টেনে তোলার চেষ্টা করেন । প্রথমে ইয়াসিরকে সঙ্গে নিয়ে ৩৪ রান যোগ করেন তিনি। ইয়াসিরকে (২৫) লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন উমরান মালিক। তার পর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়েও তিনি লড়াই করার চেষ্টা করেন। কিন্তু হাফসেঞ্চুরি থেকে আর ৭ রান দূরে থাকতেই সাকিবকে বোল্ড করেন কুলদীপ যাদব। জায়গা বের করে খেলতে গিয়ে ব্যাটের কোনায় বল লেগে বোল্ড হন সাকিব। তার ৫০ বলের ইনিংসটিতে ছিল ৪টি চারের মার।