শরণখোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গতকাল সোমবার পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান মেলেনি। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এই অপহরণের ঘটনা ঘটে।
সোমবার দুপুরে দুবলার আলোরকোল থেকে জেলে মহাজন মোদাচ্ছের সরদার জানান, শনিবার রাতে তার জেলেরা মান্দারবাড়িয়ার কাছে সাগরে মাছ ধরছিল, এ সময় অজ্ঞাত পরিচয় জলদস্যুরা একটি ট্রলারে করে এসে তার দুই জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হচ্ছে রবিউল পিতা আব্দুল হালিম ও সোহেলের পিতা আকবর। এদের বাড়ি বাগেরহাটের রামপালের রনজয়পুর গ্রামে। একই সময় একই এলাকায় জলদস্যুরা একটি ট্রলারসহ ট্রলার মালিক অহিদ শেখ ও আরেকজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের বাড়িও রামপালের রনজয়পুর গ্রামে।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসীন ফরাজী বলেন, সাগরে চারজন জেলে অপহরণের পর ৩দিন পার হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এর ফলে নতুন করে জেলে অপহরণের ঘটনায় দুবলারচরে জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলেও মোতাসিন ফরাজী জানিয়েছেন।